ঢাকা
খ্রিস্টাব্দ

সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ রোববার থেকে

সভা-সেমিনারে পরিবেশবান্ধব খাবারের প্যাকেট ও কাগজের ব্যবহার বাধ্যতামূলক
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ২.২৭ অপরাহ্ন

আপডেট : শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ২.৩২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1050 জন

  • নিউজটি দেখেছেনঃ 1050 জন
সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ রোববার থেকে
-- বাংলাদেশ সচিবালয় ৥ ছবি- ইন্টারনেট।

রোববার (৫ অক্টোবর) থেকে বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ এই প্লাস্টিক পণ্যগুলো বন্ধে সরকার অনুসরণীয় উদাহরণ সৃষ্টি করতে এই পদক্ষেপ নিয়েছে। শনিবার (৪ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সচিবালয়ের সব প্রবেশপথে কঠোরভাবে প্লাস্টিক চেকিং করা হবে এবং নিষিদ্ধ পলিথিন বা একবার ব্যবহার্য প্লাস্টিক পাওয়া গেলে তার ব্যবহার রোধ করা হবে। যারা নিষিদ্ধ ব্যাগ বা প্লাস্টিক পণ্য সঙ্গে নিয়ে প্রবেশ করতে চাইবেন, তাদের কাগজের ব্যাগ প্রদান করা হবে। এছাড়া সচিবালয়ের বিভিন্ন স্থানে সচেতনতা বৃদ্ধি করতে বোর্ড লাগানো হয়েছে এবং মনিটরিং টিম পুরো বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করবে।


মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি সব মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে সচিবালয়ে এসইউপি ব্যবহার বন্ধ করে পুনঃব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে। সভা, সেমিনারসহ সরকারি কর্মকাণ্ডে বোতল, কাপ, প্লেট ও চামচের মতো একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ পণ্যের পরিবর্তে পাটজাত, কাপড়ের বা পুনঃব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারে গুরুত্ব দেওয়া হচ্ছে।


সরকারি ক্রয়ে প্লাস্টিকের বিকল্প পণ্যের অন্তর্ভুক্তির নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের এসইউপি ব্যবহার বন্ধে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। সভা-সেমিনারে পরিবেশবান্ধব খাবারের প্যাকেট ও কাগজের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। অফিসের জন্য বিকল্প সামগ্রী সরবরাহেরও ব্যবস্থা নেওয়া হবে।


প্রতিটি মন্ত্রণালয়ে একজন ফোকাল পারসন নিয়োগ ও মনিটরিং কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে, যারা নিয়মিত কার্যক্রম তদারকি করবেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ২.২৭ অপরাহ্ন
আপডেট : শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ২.৩২ অপরাহ্ন