ঢাকা
খ্রিস্টাব্দ

আগামী নির্বাচনে নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দেওয়ার ঘোষণা জাতিসংঘের

সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে: গোয়েন লুইসের আশাবাদ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ৪.১১ অপরাহ্ন

আপডেট : রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ৪.১২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1196 জন

  • নিউজটি দেখেছেনঃ 1196 জন
সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে: গোয়েন লুইসের আশাবাদ
৥ সংবাদ সম্মেলনে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্যরা।


আগামী সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনকে (ইসি) কারিগরি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। তিনি আজ (৫ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, "এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, যেখানে জাতিসংঘের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দেওয়া হবে। আমাদের আশা, সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে।"


এর আগে, গোয়েন লুইস বিএনপির নেতাদের সঙ্গে নির্বাচন, গণতন্ত্র এবং দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তারা আলোচনা করেছেন কিভাবে বাংলাদেশে ডেমোক্রেটিক অর্ডার ফিরিয়ে আনা যায় এবং সকল পক্ষের মধ্যে সহযোগিতা গড়ে তোলা যায়। তিনি বলেন, “এ মুহূর্তে দেশের সবচেয়ে বড় চাহিদা হলো গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা এবং দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা।”


বিএনপির নেতারা আরো বলেন, তাদের আলোচনা ছিল রোহিঙ্গাদের ফেরত পাঠানো, তাদের মানবাধিকার ও জীবনযাত্রা সম্পর্কে, এবং জাতিসংঘের সহায়তায় কীভাবে রোহিঙ্গাদের পরিস্থিতি উন্নত করা যায়।


গোয়েন লুইসের ভূমিকা ও অবদান নিয়ে আলোচনা করে বিএনপির নেতারা বলেন, "গোয়েন লুইস বিগত সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে যে সাহসী ভূমিকা পালন করেছেন, তা আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। জাতিসংঘের চার্টার অনুযায়ী তিনি আমাদের দেশের জনগণের গণতান্ত্রিক, রাজনৈতিক ও মানবাধিকারের নিশ্চয়তা দিতে যে অবদান রেখেছেন, সেটি প্রশংসনীয়।"


এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ৪.১১ অপরাহ্ন
আপডেট : রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ৪.১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ