লন্ডনে দীর্ঘ চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। একাধিক সূত্রে জানা গেছে, সব কিছু ঠিক থাকলে আগামী ৪ মে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তিনি এবং ৫ মে বাংলাদেশে পৌঁছাবেন। যদিও নির্দিষ্ট ফ্লাইটের সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।
বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন তার দুই পুত্রবধূ, ডা. জুবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন।
তবে কাতার এয়ারওয়েজের বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে ফিরবেন নাকি বাংলাদেশ বিমানের ফ্লাইটে—এখনো তা চূড়ান্ত হয়নি। ডা. জাহিদ জানান, যে ফ্লাইট আগে পাওয়া যাবে, সেটিতেই দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডনে যান বেগম খালেদা জিয়া। ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ প্রখ্যাত চিকিৎসক প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রসের তত্ত্বাবধানে ১৮ দিন চিকিৎসা গ্রহণ করেন তিনি। এরপর চিকিৎসকদের পরামর্শে তিনি ছেলে তারেক রহমানের বাসভবনে যান, সেখানেও চিকিৎসা চলতে থাকে। যদিও তিনি এখনো পুরোপুরি সুস্থ নন, তবে উন্নত চিকিৎসা এবং পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।
দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।