News Link: https://dailylalsobujbd.com/news/2Ae
গত ২১ এপ্রিল (সোমবার) চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভায় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ভোর ৬টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মোট আট ঘন্টা সবধরণের পন্য ও যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকবে। ওই দিন মে দিবস উপলক্ষে শ্রমিকেরা ছুটি ভোগ করবেন। সংগঠনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলার সভাপতিত্বে সভায় ফেডারেশনভুক্ত ৪৭টি বেসিক শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।
সভায় সিদ্ধান্ত হয়, মে দিবস উপলক্ষে ওই দিন সকাল ১০টায় স্টেশন রোডের বিআরটিসি বাস টার্মিনাল চত্বরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য লাল পতাকার মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। সভায় শ্রমিক নেতা রবিউল মাওলাকে আহ্বায়ক ও আজম চৌধুরীকে সদস্যসচিব করে ৩৩ সদস্যবিশিষ্ট ‘মে দিবস উদ্যাপন প্রস্তুতি কমিটি’ গঠন করা হয়।