News Link: https://dailylalsobujbd.com/news/2A7
রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মী বাজারের একটি মেসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যা না আত্নহত্যা এনিয়ে ধোঁয়াশা থাকলেও আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই নারী শিক্ষার্থীর নাম প্রত্যাশা মজুমদার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ সেশনের সঙ্গীত বিভাগের শিক্ষার্থী।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে সহপাঠীরা মেসের কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজীব তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
সহপাঠীদের থেকে জানা যায়, বিকালে ওই শিক্ষার্থীর মেস থেকে এক যুবক তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট এবং পরে মিডফোর্ড হাসপাতালে নেয়। সন্দেহজনক হওয়াই ওই যুবক এখন সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে আছে।
বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ বলেন, মেয়েটা সাড়ে ৪ টা পর্যন্ত আমার সাথেই ছিলো। এরপরই শুনি আত্নহত্যা করেছে। আমাদের একটি শিক্ষার্থীর অকাল মৃত্যুতে আমরা মর্মাহত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আত্নহত্যা করেছে। তবে ওই যুবককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।