News Link: https://dailylalsobujbd.com/news/2zG
সমাবেশে পলিটেকনিক শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের ছয় দফা দাবি মেনে নেয়া না হবে, ততক্ষণ পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলবে। এই ক্যাম্পাস আমাদের ক্যাম্পাস। এই ক্যাম্পাস ছেড়ে আমরা যাব না। আমরা আর কোনো আশ্বাস শুনতে চাই না। আমরা দাবি মেনে নেয়ার সুনির্দিষ্ট ঘোষণা চাই। না হলে আমাদের আন্দোলন কোটাবিরোধী আন্দোলনের চেয়েও কঠোর হবে
জানা গেছে, শাটডাউন কর্মসূচির কারণে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সকাল থেকে ক্লাস-পরীক্ষাসহ কোনো কার্যক্রম হয়নি। তবে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত আছেন। মূল ফটকে তালা দেয়ায় তারা ইনস্টিটিউটের ভেতরে অবরুদ্ধ অবস্থায় আছেন। ছয় দফা দাবি বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে পলিটেকনিকের শিক্ষার্থীরা এপ্রিলের শুরু থেকে বিভিন্ন আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছে। এ অবস্থায় তাদের দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয় কমিটি গঠন করলে গত ২২ এপ্রিল তারা আন্দোলন স্থগিত করে। তবে পরদিনই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
শিক্ষার্থীদের দাবির পটভূমি হচ্ছে, ইন্সট্রাকটর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের প্রমোশনের হাই কোর্টের রায় বাতিলসহ ক্রাফট ইন্সট্রাকটর পদবি পরিবর্তন এবং ঐ মামলার সঙ্গে সম্পৃক্ত সকলকে স্থায়ীভাবে চাকুরিচ্যুত করা। ২০২১ সালের বিতর্কিত ক্রাফট ইন্সট্রাকটর নিয়োগের জন্য নিয়োগবিধি অনতিবিলম্বে বাতিল করা, সুষ্ঠু তদন্তের ভিত্তিতে নিয়োগ বাতিল করা এবং মামলার প্রধান কারিগর ক্রাফট ইন্সট্রাকটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদী অব্যাহত রাখা এবং মানসম্মত সিলেবাস ও কারিকুলাম আধুনিক বিশ্বের আদলে প্রণয়ন করা। উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (দশম গ্রেড) পদে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাস করা শিক্ষার্থী ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবে না এবং এই পদ সংরক্ষিত করতে হবে। প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা ছাত্রদের ন্যূনতম ১০ম গ্রেডের বেসিক অর্থাৎ ১৬০০০ টাকা দেওয়া। কারিগরি শিক্ষা সংস্কার কমিটি প্রকাশ করে কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, উপ-পরিচালক, অধ্যক্ষ ও দায়িত্বে থাকা সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবলকে দায়িত্ব/নিয়োগ দেওয়া।কারিগরি শিক্ষা অধিদফতরের বিতর্কিত সকল নিয়োগ বিধিমালা সংশোধন এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল সকল শূন্য পদে পলিটেকনিক ও টিএসসিতে দক্ষ শিক্ষক ও দক্ষ ল্যাব সহকারীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা।ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আধুনিক বিশ্বের আদলে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করার গেজেট পাস করতে হবে এবং বর্তমানে প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ (নওগাঁ, ঠাকুরগাঁও, নড়াইল, খাগড়াছড়ি) শতভাগ সিট নিশ্চিত করা।