News Link: https://dailylalsobujbd.com/news/2zu
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে তিন দিনের এক সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করেছেন। সোমবার ক্রেমলিন সূত্রে জানানো হয়েছে, এই যুদ্ধবিরতি ৮ মে সকালে শুরু হয়ে ১১ মে পর্যন্ত চলবে। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে রাশিয়ার বিজয় উদযাপনের সময়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ক্রেমলিনের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে’ যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। তবে ইউক্রেন এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।
বিবৃতিতে বলা হয়, রাশিয়া বিশ্বাস করে যে, ইউক্রেনেও এই উদাহরণ অনুসরণ করা উচিত। যদি ইউক্রেন পক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘন করে, তবে রুশ বাহিনী যথাযথ এবং কার্যকর প্রতিক্রিয়া জানাবে।
এছাড়া, রাশিয়া আবারও শান্তি আলোচনা পুনরায় শুরুর জন্য প্রস্তুতির কথা জানিয়েছে। এই আলোচনার উদ্দেশ্য ইউক্রেন সংকটের মূল কারণ দূর করা এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক সম্পর্ক স্থাপন করা।
ক্রেমলিন গত মাসে ইস্টারের সময়ও ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা করেছিল। উভয় পক্ষই সংঘর্ষের কিছুটা কমার কথা জানিয়েছিল। তবে একে অপরকে শত শত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছিল।
রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করেছিল। বর্তমানে দেশটির প্রায় ২০ শতাংশ এলাকা রাশিয়ার দখলে। যার মধ্যে ২০১৪ সালে মস্কোর দখলে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপও রয়েছে। ২০২২ সাল থেকে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত বা আহত হয়েছে, যার মধ্যে অধিকাংশই সেনা সদস্য।