News Link: https://dailylalsobujbd.com/news/fz
সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ ইন্দো-প্যাসিফিক স্থলবাহিনী বিষয়ক সম্মেলন ও প্রদর্শনীতে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন।
অ্যাসোসিয়েশন অব ইউনাইটেড স্টেট আর্মি’র (এইউএসএ) সভাপতি ও সিইও অবসরপ্রাপ্ত জেনারেল রবার্ট বি. ব্রাউনের আমন্ত্রণে সরকারি সফরে তিনি যুক্তরাষ্ট্র গেছেন বলে সোমবার জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে ‘দ্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক সিম্পোজিয়াম অ্যান্ড এক্সপোজিশন-২০২৪’ এ অংশ নেবেন। আগামী মঙ্গলবার শুরু হয়ে এ সম্মেলন বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এ সম্মেলনের লক্ষ্য।
সিম্পোজিয়ামে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার বাহিনী প্রধানসহ বিভিন্ন দেশ থেকে আসা সেনাবাহিনী প্রধান ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। আগামী ১৯ মে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।