News Link: https://dailylalsobujbd.com/news/2v0
ফেনী সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদক, গরু ও বিভিন্ন পণ্যসহ প্রায় কোটি টাকার মালামাল জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত সপ্তাহব্যাপী এই অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
৪ বিজিবি কর্তৃক জানানো হয়, ফেনী জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম, দেবপুর, যশপুর, চম্পকনগর, খেজুরিয়া, তারাকুচা বিওপি এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার অলিনগর বিওপি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে হুইস্কি, গাঁজা, ভারতীয় গরু, শাড়ি, কসমেটিক্স, বিস্কুট, চকলেট, চশমা, আতশবাজিসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯৪ লক্ষ ২ হাজার ৩৮৫ টাকা।
জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান ও অনুপ্রবেশ রোধে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে ৪ বিজিবি।
বিজিবি সূত্র জানায়, চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে ফোর্সটি।