News Link: https://dailylalsobujbd.com/news/2tm
চট্টগ্রাম মহানগরে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে সিআরবি মালিপাড়া এলাকায় ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে জানা যাবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকাটিতে নিম্ন ও সাধারণ শ্রেণির মানুষ বসবাস করতেন। ভোরে যখন এই আগুন লাগে তখন অনেকে ঘুমন্ত অবস্থায় ছিলেন। যে কারণে আগুনের খবর অনেকেই তাৎক্ষণিক বুঝতে পারেনি। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে অনেকেই এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তারাও তাদের সার্টিফিকেট বের করতে পারেননি।