News Link: https://dailylalsobujbd.com/news/2sW
২০২৪ সালে (অক্টোবর পর্যন্ত হিসাবে) জাপানের জনসংখ্যা ১২ কোটি ৩ লাখে নেমে এসেছে, যা আগের বছরের তুলনায় ৮ লাখ ৯৮ হাজার কম। সোমবার ( ১৪ এপ্রিল) দেশটির সরকারি তথ্যে এমন চিত্র দেখা গেছে।
জাপানের জন্মহার বিশ্বের মধ্যে সর্বনিম্ন, যার ফলে কর্মী ও ভোক্তার সংখ্যা কমছে এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো কর্মী নিয়োগের জন্য লড়াই করছে। দেশটির ইন্টারন্যালবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৯৫০ সালে তথ্য সংগ্রহ শুরু করার পর থেকে এটি জনসংখ্যার সবচেয়ে বড় পতন।
জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি বলেন, যেসব পরিবার সন্তান নিতে চায় কিন্তু অর্থনৈতিক কারণে সম্ভব হয় না, তাদের সহায়তা দেওয়ার চেষ্টা করছে সরকার।
জাপানে বিদেশি জনসংখ্যার পরিমাণও কমেছে উল্লেখযোগ্য হারে। কারণ দেশটি দীর্ঘস্থায়ী জনসংখ্যা কমার প্রবণতাকে কার্যকরভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে।
জাপানের অনেক তরুণ-তরুণী বিভিন্ন কারণে বিয়ে ও সন্তান নিতে বিলম্ব করছে। যার মধ্যে রয়েছে ভঙ্গুর চাকরির নিরাপত্তা থেকে শুরু করে পরিবর্তিত সামাজিক মূল্যবোধ।
জাপান শ্রমের উৎস হিসেবে তরুণ বিদেশিদের দিকে ঝুঁকেছে। কিন্তু সরকার কঠোর অভিবাসন নীতি বজায় রেখেছে। শুধু অস্থায়ীভিত্তিতে বিদেশি কর্মীদের প্রবেশাধিকার দিচ্ছে।