News Link: https://dailylalsobujbd.com/news/2rh
চট্টগ্রাম মহানগরে এসএসসি পরীক্ষার প্রথম দিন তীব্র তাপদাহে অপেক্ষমাণ অভিভাবকদের ১১টি পরীক্ষাকেন্দ্রে বসার জন্য ছাউনি, চেয়ার এবং কোমল পানীয় বিতরণ করা হয়েছে। গরমে অভিভাবকদের স্বস্তি দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ কর্মসূচী নেয়া হয়।
বৃহস্পতিবার নগরের নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয় ও নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ অংকুর সোসাইটি বালিকা স্কুল, চট্টগ্রাম মডেল স্কুল, ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয় ও সিএমপি উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে এ কর্মসূচি উদ্বোধনকালে শিক্ষানুরাগী ও বিএনপি নেতা সাঈদ আল নোমান বলেন, রাজনীতি মানে শুধু মিটিং-মিছিল নয়। এখানে সমাজসেবা ও মানুষের পাশে দাঁড়ানোর বিষয় আছে, সে জায়গাগুলো নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি।এরই ধারাবাহিকতায় মাসব্যাপী প্রতিটি পরীক্ষায় এই আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।