News Link: https://dailylalsobujbd.com/news/2ql
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ রাতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি হবে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। বাংলাদেশ সময় রাত ১টায় বার্সেলোনার এস্তাদি অলিম্পিক লুইস কম্পানিস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। উভয় দলের লক্ষ্য একটাই—সেমি-ফাইনালের পথে প্রথম ধাপে এগিয়ে যাওয়া।
দলের সাম্প্রতিক পারফরম্যান্স, আক্রমণাত্মক স্টাইল এবং ঘরের মাঠের সুবিধা—সবমিলিয়ে ম্যাচটির ফেভারিট হিসেবে থাকছে বার্সেলোনা। হানসি ফ্লিকের দল লা লিগায় বেশ ধারাবাহিক, এবং সর্বশেষ ২৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে তারা নামছে এই গুরুত্বপূর্ণ ম্যাচে। আক্রমণভাগে রবার্ট লেভানডোভস্কি, রাফিনিয়া ও লামিনে ইয়ামালের ত্রয়ী দলের মূল শক্তি হিসেবে বিবেচিত, যাদের ওপর আস্থা রেখেই প্রথম লেগে জয় চাইছে কাতালানরা। তবে ইনজুরি কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বার্সেলোনার জন্য। গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন ও মিডফিল্ডার দানি ওলমোকে ছাড়াই মাঠে নামতে হবে দলটিকে। একইসঙ্গে সন্দেহের তালিকায় রয়েছেন মার্ক কাসাদো ও মার্ক বার্নাল। ফ্লিক অবশ্য বলেছেন, "আমরা জানি কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। আমাদের দলে যারা রয়েছেন, তারা দায়িত্ব পালনে প্রস্তুত।"
অন্যদিকে, বরুসিয়া ডর্টমুন্ডও আত্মবিশ্বাস নিয়ে বার্সেলোনায় এসেছে। যদিও বুন্দেসলিগায় চলতি মৌসুমে শীর্ষে নেই, চ্যাম্পিয়ন্স লিগে তাদের পথচলা বেশ প্রশংসনীয়। নকআউট পর্বে স্পোর্টিং সিপি ও লিলেকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে কোচ নিকো কোভাচের দল। সেরহু গুইরাসি, করিম আদেয়েমি এবং জুলিয়ান ব্র্যান্ডটের মতো তরুণ ও প্রতিভাবান খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর অনেকটাই নির্ভর করছে ডর্টমুন্ডের আজকের রাত। তবে ইনজুরি সমস্যা থেকেও মুক্ত নয় জার্মান ক্লাবটি। ডিফেন্ডার নিকো শ্লটেরবেক, মিডফিল্ডার পাস্কাল গ্রোস ও মার্সেল সাবিতজার মাঠে নামছেন না, আর রামি বেঞ্চেবাইনি ও নিকলাস সুলের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কোচ কোভাচ জানিয়েছেন, "বার্সেলোনার বিপক্ষে খেলা সহজ নয়। তবে আমরা কোনো ভীতি নিয়ে নামছি না। আমাদের পরিকল্পনা আছে, এবং আমরা লড়াই করব।"
উভয় দলের সাম্প্রতিক ফর্ম এবং খেলোয়াড়দের মানদণ্ড বিবেচনায় এই ম্যাচটি হতে যাচ্ছে একটি হাই-প্রোফাইল ফুটবল দ্বৈরথ। ঘরের মাঠে বার্সেলোনাকে এগিয়ে রাখলেও বরুসিয়া ডর্টমুন্ডের সামর্থ্য এবং চ্যাম্পিয়ন্স লিগে তাদের ঐতিহ্যকে অবহেলা করার সুযোগ নেই। আজকের রাতের ফলাফল হয়তো চূড়ান্ত নয়, তবে দ্বিতীয় লেগের আগে পরিস্থিতিকে অনেকটাই নির্ধারণ করে দিতে পারে। আর তাই ফুটবল ভক্তদের চোখ এখন বার্সেলোনা-ডর্টমুন্ডের এই মহারণে, যেখানে প্রতিটি মিনিট হতে পারে ট্যাকটিকস, ট্যালেন্ট এবং তীব্র প্রতিযোগিতার এক চমৎকার প্রদর্শনী।