News Link: https://dailylalsobujbd.com/news/2qj
প্রথমার্ধে দুই দলই বেশ ছন্দে খেললেও ম্যাচের প্রথম গোল আসে ৩৮তম মিনিটে। মার্কোস থুরামের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে ইন্টারকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। বায়ার্ন ম্যাচে ফিরে আসে ৮৫তম মিনিটে, বদলি খেলোয়াড় থমাস মুলার একটি দুর্দান্ত গোল করে সমতা ফেরান। তবে খেলার নাটকীয় মোড় আসে মাত্র তিন মিনিট পর—৮৮তম মিনিটে দাভিদে ফ্রাত্তেসির জয়সূচক গোল পুরো মিউনিখ স্টেডিয়ামকে স্তব্ধ করে দেয়।
বায়ার্নের পক্ষে হ্যারি কেইন একটি সুবর্ণ সুযোগ মিস করেন, যার শট গোলপোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে ইন্টারের ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি এবং গোলরক্ষক ইয়ান সমার দুর্দান্ত পারফরম্যান্স দেখান। এই জয়ে শুধু এক ধাপ এগিয়েই যায়নি সিমোনে ইনজাগির দল, বরং ইউরোপিয়ান ফুটবলে নিজেদের শক্তিমত্তার প্রমাণও রেখে গেল।
ম্যাচ শেষে মিলান কোচ সিমোনে ইনগাজি বলেন, “আমাদের দল আজ নিজেদের পরিচয় দিয়েছে। এখানে জয় পাওয়া সহজ নয়। দ্বিতীয় লেগ এখনও বাকি, কিন্তু আজকের ম্যাচে ছেলেরা দুর্দান্ত ছিল।”
অন্যদিকে বায়ার্ণ কোচ ভিনসেন্ট কোম্পানী বলেন, “আমরা ম্যাচে অনেক সুযোগ তৈরি করেছি, কিন্তু ব্যবহার করতে পারিনি। দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সময় ও আত্মবিশ্বাস আমাদের আছে।”
দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আগামী ১৬ এপ্রিল, মিলানের ঐতিহাসিক সান সিরো স্টেডিয়ামে। বায়ার্নকে এখন অন্তত দুই গোলের ব্যবধানে জয় পেতে হবে সেমিফাইনালে উঠতে হলে। ইন্টার চাইবে তাদের রক্ষণ আর গতিময় কাউন্টার অ্যাটাকে ম্যাচটি নিয়ন্ত্রণে রাখতে।