News Link: https://dailylalsobujbd.com/news/2oH
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালির হারুন ডাকাতের বাড়িতে নৌবাহিনী ও কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার (০৩ এপ্রিল ২০২৫) দিবাগত রাতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং নগদ অর্থ উদ্ধার করেছে।
নৌবাহিনী ও কোস্ট গার্ড’র গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে:
দেশীয় আগ্নেয়াস্ত্র,
তাজা গোলা
নগদ ৩০ লক্ষাধিক টাকা
স্বর্ণালংকার
চেকবই
৫টি দেশীয় ধারালো অস্ত্র
বেশ কিছু সিমকার্ড
উদ্ধারকৃত মালামাল টেকনাফ থানায় জমা দেওয়া হয়েছে এবং নগদ টাকা ও স্বর্ণালংকারসমূহ টেকনাফ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে বলে নৌবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিকে জানানো হয়।
নৌবাহিনী ও কোস্ট গার্ড জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তারা নিয়মিত অভিযান চালিয়ে যাবে।