বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মিরসরাই উপজেলা, মিরসরাই পৌরসভা এবং বারইয়ারহাট পৌরসভা শাখার সদ্য ঘোষিত কমিটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার (৩০ মার্চ ২০২৫) প্রথম প্রহরে বিএনপির উত্তর জেলা আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে, ২৪ মার্চ ২০২৫ তারিখে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনটি ইউনিটের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছিল।
আহ্বায়ক কমিটি ঘোষণার পর হামলা: ৪ জন আহত
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিএনপির দুই পক্ষের বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছিল। সম্প্রতি উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিরোধ গড়িয়েছে সংঘাতেও। গত বুধবার এক দিনেই দলের দুটি অংশের মধ্যে সংঘর্ষ-হানাহানিতে একজনের প্রাণহানি এবং অন্তত ২০ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে।
কমিটি ঘোষণার পর রাতে মিরসরাই পৌরসভা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব কামরুল হাসান লিটনের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। রাত ৮টায় প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হন। আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা বিএনপির বিবদমান দুটি পক্ষের একটিতে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের অনুসারীরা। অন্য পক্ষটিতে উত্তর জেলার আরেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিনের অনুসারীরা রয়েছেন।
গঠিত কমিটি :
মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে আব্দুল আওয়াল চৌধুরীকে এবং সদস্য সচিব করা হয়েছে আজিজুর রহমান চৌধুরীকে। এই কমিটিতে ৮৩ জন সদস্য রয়েছেন।
বারইয়ারহাট পৌর কমিটিতে মঈন উদ্দিন লিটনকে আহ্বায়ক এবং জসিম উদ্দিন কমিশনারকে সদস্য সচিব করা হয়েছে, মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মিরসরাই পৌর কমিটিতে জামশেদ আলম কমিশনারকে আহ্বায়ক এবং কামরুল হাসান লিটনকে সদস্য সচিব করা হয়েছে, মোট ৫৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
উল্লিখিত কমিটি সমূহ সাময়িক স্থগিত করার বিষয়ে এবং কমিটি ঘোষনার পর থেকে নিহত ও আহতদের কথা উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের (সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার) উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং উত্তর জেলা বিএনপি’র আহবায়ক গোলাম আকবর খন্দকার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান মিরসরাইয়ের সাধারণ জনগন নিরাপত্তাহীনতায় থাকতে পারে এবং আমার প্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি হতে পারে, সাম্প্রতিক উদ্ভুদ পরিস্থিতিতে মিরসরাইয়ের জনগনের পাশে থাকার লক্ষ্যে অনুমোদিত ৩টি কমিটির কার্যক্রম সাময়িক স্থগিত করা হল।