News Link: https://dailylalsobujbd.com/news/eP
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিরোধী দলের নেতাদের মামলার বিচার দ্রুত শেষ করতে নতুন ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে মর্মে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (১২ মে) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, নতুন ট্রাইব্যুনাল গঠনের কোনো চিন্তা বা পরিকল্পনা সরকারের নেই। এ ধরনের ট্রাইব্যুনাল গঠনের কোনো পরিকল্পনা এ মুহূর্তে তাঁদের নেই।
বিএনপি বা বিরোধী দলের নেতা-কর্মীদের মামলা চিহ্নিত করে বিচারপ্রক্রিয়া দ্রুত শেষ করার যে অভিযোগ তারা (বিএনপি) করছে, তা সঠিক নয়।