চট্টগ্রাম রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল মঙ্গলবার (২৫শে মার্চ ২০২৫) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোশাররফ হোসেন (এসআরআই) এবং সঞ্চালনা করেন ট্রেন পরিচালক জুনায়েদ হায়দার।
ইফতার পূর্ব দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মোহাম্মদ সেলিম পাটোয়ারী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম।
এসময় রেলওয়ে কর্মীদের উপস্থিতিতে দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।