News Link: https://dailylalsobujbd.com/news/2m0
চট্টগ্রামে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মহিলা বিভাগ। রোববার সকাল সাড়ে ১০টায় ফিলিস্তিনে নিরীহ নারী-শিশু হত্যাকাণ্ড এবং দেশজুড়ে আছিয়াসহ নারী-শিশুদের ওপর সংঘটিত পাশবিক নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন করেন তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মহিলা বিভাগের সেক্রেটারি ফরিদা খানমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. উম্মে ফেরদৌসুন নাহার, মহানগরীর মহিলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আয়েশা পারভিন, মহানগরীর শুরা সদস্যা প্রফেসর উম্মে ফাতেমা, ছোট্ট মনি সামারা ও উম্মে মেহেরিন।
বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্ত স্থাপন করেছে ইসরায়েল।পবিত্র মাহে রমাদানে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে তারা ফিলিস্তিনের ওপর বর্বরতম হামলা চালিয়ে শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখনো হামলা অব্যাহত রয়েছে। এটি মুসলিম বিশ্বকে ব্যথিত করেছে।অনতিবিলম্বে জাতিসংঘ কর্তৃক ইসরাইলের এই হামলা বন্ধ করতে হবে। অতিদ্রুত গাজায় পানি বিদ্যুৎ, ইন্টারনেট সেবা, জরুরি খাদ্য ও স্বাস্থ্যসেবা সহযোগিতা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। মানবতার বিরুদ্ধে অবস্থানকারী ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হই। তাদের পণ্য বয়কট করি, তাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করি।
বক্তারা আরো বলেন, মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ও বিবেকবোধ জাগ্রত করতে সবচেয়ে বেশি প্রয়োজন ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। দেশে ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে। কোনো ধর্মই আছিয়ার মতো ঘটনার বিষয়কে অনুমোদন দেয় না। অত্যন্ত দুঃখের বিষয় স্বাধীনতার ৫৩ বছরেও ব্রিটিশদের কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা বলবৎ রাখা হয়েছে। মানুষকে মানবিকতা শিখাবে এমন কোনো শিক্ষাব্যবস্থা এখনো প্রণয়ন করা সম্ভব হয়নি। নারী সমাজকে তার যথাযোগ্য মর্যাদা দিতে হবে।