News Link: https://dailylalsobujbd.com/news/2kv
মাদারীপুরের শিবচরে ট্রেনে কাটা পড়ে ভাঙ্গারী ব্যবসায়ী রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে ঐ ব্যক্তির শরীর ৪ টুকরো হয়ে যায়।
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার মোল্লা বাজার নামক স্থানে পদ্মা রেলস্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। তার নাম রফিকুল ইসলাম তিনি দীর্ঘ দিন যাবত শিবচরে ভাঙ্গারী ব্যবসা করতেন বাড়ি মেহেরপুর ।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৪০ বছর বয়সের ওই ব্যক্তির মৃত্যু হয়। এতে শরীর ৪ টুকরো হয়ে যায়। ধারণা করা হচ্ছে, রেললাইন পার হবার সময় ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। কোন ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ খায়রুজ্জামান সিকদার বলেন, স্থানীয়দের সংবাদের মাধ্যমে আমরা খবর পেয়েছি। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন যাচ্ছেন। তিনি কীভাবে ট্রেনে কাটা পড়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।