চট্টগ্রামের মাইলের মাথা এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে মাইলের মাথা আজিজ বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় রঞ্জন নামক শিশুটি। রঞ্জন, পটুয়াখালী জেলার বাবলু সরকারের সন্তান, ভবনের ছাদে খেলা করতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় সে নিচে থাকা সীমানা প্রাচীরের রডে বিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।
স্থানীয় বাসিন্দা কায়সার জানান, শিশুটিকে দ্রুত উদ্ধার করতে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাহবুব এলাহী নিশ্চিত করেন যে, ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। মরদেহটি পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পাদনের জন্য ইপিজেড থানার কাছে হস্তান্তর করা হয়েছে।