চট্টগ্রামের বোয়ালখালীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে শাকপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) উপজেলার শাকপুরা মিলিটারীপুল এলাকায় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সরোয়ার আলমগীর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ এরশাদ উল্লাহ। প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলম।
মনিরুল ইসলাম ও আহমদ শরীফের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাশেম, সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, জয়নাল আবেদীন সিকদার, পৌরসভা ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি হাজী আবু আকতার, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি শফিকুল ইসলাম শাহিন, জসিম উদ্দিন মেম্বার, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদ ডাঃ মহসিন খান তরুন, বিএনপি নেতা, এস এম বাদশা, জামাল উদ্দিন, স্বপন শীল, জেলা যুবদলের দপ্তর সম্পাদক এম এন করিম, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফি, পৌরসভা বিএনপি সাবেক সহসভাপতি মোঃ কামাল উদ্দিন, বিএনপি নেতা খালেদ, মোঃ রফিক, পৌরসভা যুবদলের আহবায়ক লোকমান, যুবদল নেতা মাসুদ আলম, এসকান্দর, সুলতান মহিউদ্দিন জুয়েল, ইমরানুল হক জিকু,নএস এম সোহেল মিয়াজী, সৈয়দ কামাল, মো ইরফান, উপজেলা শ্রমিকদলের আহবায়ক আকরাম হোসেন দুলাল, পৌরসভার আহবায়ক কফিল চৌধুরী, সদস্য সচিব মোঃ মিজান, যুবদল নেতা, আরমান জিয়া , মোঃ রুবেল, মাহমুদ, নাঈম, সোহেল, রহিম তালুকদার, মো নাজিম,সাজ্জাদ,জাহেদ,ছাত্রদল নেতা জামসেদ জিসান,সাজ্জাদ হোসেন,সায়মন, এমরান,রেজা ইমরান, রইসমাম, মাসুদ সহ প্রমুখ।
বিএনপি দলের পরিচয় দিয়ে অপকর্ম করার সুযোগ নেই, দলের পরিচয় দেওয়া অপরাধীদের দলীয়ভাবে বহিষ্কার সহ ব্যবস্থা নেওয়া হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল সংখ্যক সিট নিয়ে সরকার গঠন করবে। প্রধান অতিথি বক্তব্যে আলহাজ্ব এরশাদ উল্লাহ উপরোক্ত বলেন।