News Link: https://dailylalsobujbd.com/news/2gP
চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে ৭১ বছর বয়সী এক বৃদ্ধকে ধরে পুলিশে দিয়েছে জনতা। ১০ বছর বয়সী ওই শিশুকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার দুপুরে ধর্ষক ইউসুফকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে, সোমবার রাতে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামের সন্দ্বীপ পাড়ায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ইউসুফের বিরুদ্ধে শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। গ্রেফতার মো. ইউসুফ (৭১) পূর্ব হাসনাবাদ গ্রামের বাসিন্দা।
সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ধর্ষণের অভিযোগ ওঠার পর সোমবার রাত ১০টার দিকে গ্রামের লোকজন জড়ো হয়ে ইউসুফকে আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে ইউসুফকে নিজেদের হেফাজতে নেয়। এরপর ভিকটিম শিশুটিকে পুলিশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।