জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গভর্নিং বডি সংক্রান্ত কমিটি আগামী ২ বছরের জন্য বারইয়ারহাট কলেজে নতুন সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনীত করা হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক দিদারুল আলম মিয়াজী এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানার আমীর ও সাবেক কাউন্সিলর নুরুল হুদা হামিদী।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো: আবদুল হাই সিদ্দিক সরকার ৬ মার্চ তার স্বাক্ষরে একটি প্রজ্ঞাপন জারি করেছেন, যার স্মারক নং- [INS02-3/00147/2017/4343/5820]। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পত্র ইস্যু হওয়ার পর থেকে এই গভর্নিং বডির মেয়াদ থাকবে আগামী দুই বছর। রবিবার তাদের মনোনীত হওয়ার প্রজ্ঞাপনটি প্রচারিত হয়। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন দায়িত্ব পাওয়া দুইজনকে অভিনন্দন দিতে দেখা যায়।
বারইয়ারহাট কলেজের এই নতুন কমিটি প্রতিষ্ঠানের উন্নয়ন ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে স্থানীয় শিক্ষামহল।