ভারত থেকে আমদানি করা ৬,০০০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে 'এমভি পিএইচইউ টিএইচএএনএইচ ৩৬' জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। শনিবার (৮ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সরকারিভাবে ভারত থেকে আমদানি করা সেদ্ধ চাল নিয়ে এই জাহাজ চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির (প্যাকেজ-২) আওতায়, ভারত থেকে আমদানি করা ছয় হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
নমুনা পরীক্ষা শেষে, চালের দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এর আগে, পাকিস্তানের কাসিম বন্দর থেকে ২৬,২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে 'এমভি সিবি' নামক জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছিল।অন্তর্বর্তী সরকারের সময় পাকিস্তানের সঙ্গে 'জিটুজি' ভিত্তিতে চালের আমদানির চুক্তি অনুযায়ী ৫০ হাজার মেট্রিক টন চালের প্রথম চালান এটি। পাকিস্তানি চালের দ্বিতীয় চালান আগামী ১০ মার্চের মধ্যে বাংলাদেশে আসবে।