News Link: https://dailylalsobujbd.com/news/2e8
আবারও বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার মনোভাব পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় এই মনোভাব পুনর্ব্যক্ত করেন তিনি।
ট্রাম্প বলেন, “ আজ রাতে গ্রিনল্যান্ডের অসাধারণ জনগণের জন্য আমার একটি বার্তা আছে: সেটি হচ্ছে- আমরা দৃঢভাবে আপনাদের নিজেতের ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে সমর্থন করি। এবং আপনরা যদি চান, আমরা আপনাদের মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাগত জানাই।”
এ সময় তিনি বলেন, “জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন।” “আমি মনে করি এটি আমরা পাবই। যেকোনও উপায়ে আমরা এটি পাবই,” বলেন ট্রাম্প। তবে ট্রাম্প যখন গ্রিনল্যান্ড নিয়ে এই বক্তব্য দিচ্ছিলেন, তখন মার্কিন কংগ্রেসে রিপাবলিকানদের পক্ষ থেকে অস্বস্তিকর হাসির রোল ওঠে। যেভাবেই হোক আমরা গ্রিনল্যান্ড নিব: ট্রাম্প