News Link: https://dailylalsobujbd.com/news/2dM
মডেল-অভিনেত্রী সাবিলা নূর প্রথমবার আত্মপ্রকাশ করলেন লেখক হিসেবে। কথাটি শতভাগ সঠিক নয়। কারণ তিনি আগেও লিখেছিলেন, তবে সেটি নাটকের জন্য। তার গল্পে অন্তত দুটি নাটক নির্মাণ হয়েছে। তবে এবার লেখক হিসেবে অভিনেত্রীর আত্মপ্রকাশটা হলো একুশে বইমেলায়।
অথচ, সেই প্রসঙ্গে মাসজুড়েই যেন এড়িয়ে গেছেন সাবিলা। একেবারে শেষ প্রান্তে, মেলার পর্দা নামার দুদিন আগে, ২৬ ফেব্রুয়ারি ছোট্ট করে জানান দিলেন খবরটি। সোশ্যাল হ্যান্ডেলে প্রচ্ছদটি প্রকাশ করে লিখেছিলেন, ‘‘আমার প্রথম বই ‘ভালোবাসা অতঃপর’। এই বইজুড়ে থাকছে দশ রকমের দশটি গল্প। পাওয়া যাচ্ছে এবারের বইমেলায়। অনন্যা প্রকাশনী। প্যাভিলিয়ন-২৭।’’
এমন ঘোষণা দিতে না দিতেই মেলা শেষ! এ নিয়ে পাঠক-ভক্তদের আক্ষেপ রয়েছে। রয়েছে বিস্ময়ও। যে বাজারে, বই লেখার আগেই তারকারা প্রচারণায় ব্যস্ত হন সোশ্যাল হ্যান্ডেল ধরে গণমাধ্যমে, হাজির থাকেন রোজকার মেলায়; সেখানে সাবিলা কেন এতটা প্রচারহীন ছিলেন!
এ প্রসঙ্গে সাবিলা বলেন, ‘অভিনয় আমার প্রথম প্রায়োরিটি। তার মধ্যেই টুকটাক লিখি। আসলে ঘটা করে প্রকাশ করার মতো তেমন লেখক নই আমি। তাই নীরবেই প্রকাশ করা। তবে বইটিতে খুব সুন্দর দশটি গল্প রয়েছে। এটি আমরা যৌথভাবে লিখেছি। আমার সঙ্গে রয়েছেন সালাম রাসেল নামে একজন লেখক। মেলা শেষ হলেও অনলাইন থেকে বইটি সংগ্রহ করা যাচ্ছে।’
‘ভালোবাসা অতঃপর’ গ্রন্থে সাবিলার সঙ্গে লেখক হিসেবে আছেন সালাম রাসেল। দশ রকমের দশটি গল্প নিয়ে বইটি সাজানো হয়েছে।
বলা দরকার, সাবিলা নূরের লেখা গল্প নিয়ে ২০২১ সালে নির্মিত হয় নাটক ‘পারাপার’। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় সেই নাটকে অভিনয়ও করেন সাবিলা। এরপর ২০২২ সালে এ অভিনেত্রী লেখেন ‘রিদিকার গল্পটি’। এতেও তিনি অভিনয় করেন, সঙ্গে ছিলেন ইয়াশ রোহান।