News Link: https://dailylalsobujbd.com/news/2cG
"তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে" এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলার নির্বাচন অফিস এর আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. আমিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, সমাজসেবা অফিসার নাজমূল হাসান, বীর মুক্তিযোদ্ধা চাঁন মিঞা, অধ্যাপক এসএম জাহিদুল ইসলাম (ইব্রাহীম খাঁ সরকারি কলেজ) সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।