News Link: https://dailylalsobujbd.com/news/2cy
স্বাস্থ্যখাতে নিয়োগ, বদলি ও পদায়নে জোরজবরদস্তি চলছে বলে অভিযোগ করেছেন চিকিৎসক সংগঠন ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্টের (ডেন) নেতারা। সংগঠনের সম্মেলনে চিকিৎসক নেতারা বলেন, পাঁচ আগস্ট ছাত্র-শ্রমিক, জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে রাষ্ট্রব্যবস্থার সকল স্তরে পরিবর্তনের জনআকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে। কিন্তু দু:খজনক হলেও সত্য, স্বাস্থ্যখাতে একটি চিহ্নিত গোষ্ঠী জোরজবরদস্তির মাধ্যমে নিয়োগ, বদলি, পদায়ন করে যাচ্ছে। স্বাস্থ্য প্রশাসনে অনেকটা চরদখলের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। চিকিৎসক সমাজ এক ফ্যাসিবাদী অপশক্তির পরিবর্তে নব্য ফ্যাসিবাদী অপশক্তির কবলে পড়তে চায় না।
শুক্রবার রাতে চট্টগ্রামে সংগঠনটির পঞ্চম জেলা সম্মেলনে চিকিৎসক নেতারা এ অভিযোগ করেন। নগরীর ওআর নিজাম রোডে হোটেল ওয়েল পার্কে এ সম্মেলন হয়েছে।
বক্তারা আরও বলেন, দেশে ধনী ও দরিদ্রের চিকিৎসা ব্যবস্থায় যে বৈষম্য আছে, সেটা দূর করার উদ্যোগ রাষ্ট্রকে নিতে হবে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, হাসপাতাল ও রোগীর নিরাপত্তা রাষ্ট্রকে দিতে হবে। এছাড়া এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়াই ডাক্তার পদবি ব্যবহার করে চিকিৎসাপত্র প্রদানের অরাজকতা বন্ধ করতে হবে।
সম্মেলনে ডেন’র চট্টগ্রাম শাখার সভাপতি ডা. চন্দন দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. আরিফ বাচ্চুর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. সারোয়ার ইবনে সালাম রোমেল, যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. আনোয়ারুল আনাম কিবরিয়া ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. রোখসানা দিল আফরোজ কুহু। অনুষ্ঠানে সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন ডা. আরিফ বাচ্চু ও শোক প্রস্তাব পাঠ করেন চট্টগ্রাম শাখার অর্থ সম্পাদক অধ্যাপক ডা. নন্দন কুমার মজুমদার। সম্মেলনে পুনরায় ডা. চন্দন দাশকে সভাপতি ও ডা. আরিফ বাচ্চুকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটির উদ্যােগে চোখের চিকিৎসায় অত্যাধুনিক ব্যবস্থাপনা বিষয়ে এক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. প্রকাশ কুমার চৌধুরী। বিশেষজ্ঞ প্যানেলে ছিলেন, ডা. সরোজ কান্তি নন্দী, ডা. নিবাস শর্মা এবং ডা. দুলাল দাশ।
সেমিনারে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন অধ্যাপক ডা. এস সি ধর, ডা. সুভাস চন্দ, ডা. দিলীপ দে, ডা. মো. সাইফুল ইসলাম বিদ্যুৎ, ডা. শেখ মো. মুরাদ ও ডা. অনিন্দিতা চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন- কবি ও সাংবাদিক ওমর কায়সার, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, আবৃত্তিকার অঞ্চল চৌধুরী, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, শিক্ষক জয় সেন ও সংস্কৃতিকর্মী ভাস্কর রায়।