খুশকি কিংবা তৈলাক্ত চুলের সমস্যা? অনেকেই বলছেন, পাতিলেবুর রস মাখলে উপকার পাওয়া যায়। সত্যিই কি তা কার্যকর? চুলের যত্নে পাতিলেবু ব্যবহার বহুদিনের পুরনো পদ্ধতি। এতে রয়েছে ভিটামিন সি, বি৬, পটাশিয়াম এবং অ্যান্টি-অক্সিড্যান্ট, যা চুলের জন্য খুবই উপকারী। তবে, কীভাবে ব্যবহার করবেন তা জানতে হবে।
অনেকে বলেন, পাতিলেবুর রস সরাসরি চুলে লাগিয়ে কিছু সময় রেখে ধুয়ে ফেললেই হবে। কিন্তু এটাই কি সঠিক পদ্ধতি? চুল ও ত্বক বিশেষজ্ঞদের মতে, পাতিলেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড সরাসরি ত্বকে লাগালে প্রদাহ বা চুলের ক্ষতি হতে পারে। তাই, লেবুর রস মেশানো উচিত অন্য কিছু উপাদানের সঙ্গে।
সঠিক পদ্ধতি কী?
পাতিলেবুর রস ব্যবহারের জন্য, ত্বকের ধরনের ওপর নির্ভর করে জল বা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। চুলের দৈর্ঘ্য অনুসারে পাতিলেবুর রস এবং জল বা তেল মিশিয়ে নিন। খুশকি বা চুল পড়ার সমস্যা থাকলে এই মিশ্রণটি মাথার ত্বকে আলতোভাবে মালিশ করুন। ৫ মিনিট মালিশ করার পর, ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। লেবুর রসের অ্যাসিডিটি মাথার ত্বকে ক্ষতি করতে পারে, তাই খুব বেশি সময় রাখা উচিত নয়।
লেবুর খোসার উপকারিতা:
পাতিলেবুর খোসাও চুলের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকা উপাদান মাথার ত্বকের পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করে, খুশকি দূর করে এবং চুলের জেল্লা বাড়ায়। খোসার গুণাবলী কাজে লাগাতে, লেবুর খোসা গ্রেট করে তেলে ভিজিয়ে রেখে সারা সপ্তাহ ব্যবহার করতে পারেন। এছাড়া, খোসা শুকিয়ে গুঁড়ো করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে মাস্ক হিসেবেও ব্যবহার করা যেতে পারে।
শেষ কথা:
পাতিলেবু এবং এর খোসা চুলের জন্য উপকারী হলেও, সঠিকভাবে ব্যবহার না করলে তা বিপদজনক হতে পারে। তাই, এসব উপাদান ব্যবহার করার আগে একটু সতর্কতা অবলম্বন করা জরুরি।