News Link: https://dailylalsobujbd.com/news/2az
জাতীয় নির্বাচন আগামী বছরের মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
শফিকুল আলম আরও জানান, যদি রাজনৈতিক দলগুলো কম সংস্কার চায়, তবে নির্বাচন চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। তবে, যদি সংস্কারের পরিমাণ বেশি হয়, তাহলে আগামী বছরের প্রথমার্ধে, অর্থাৎ জুন মাসের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, তবে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় এপ্রিল থেকে জুন মাসের মধ্যে নির্বাচন করা বেশ কঠিন হতে পারে, কারণ এই সময়কালেই কালবৈশাখী এবং বর্ষা শুরু হয়। সেক্ষেত্রে নির্বাচনটি ডিসেম্বরের মধ্যে, না হয় মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে, এমনটি মনে হচ্ছে।
এছাড়া, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে উপদেষ্টা পরিষদে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান শফিকুল আলম।