News Link: https://dailylalsobujbd.com/news/29D
উত্তরবঙ্গগামী চলন্ত বাসে ডাকাতি ও নারীদের শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জের মুহিত, শরীয়তপুরের সবুজ এবং ঢাকার শরীফ।
গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সাভার এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা সবাই আন্তঃজেলার ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের গ্রেপ্তারের সময় লুন্ঠিত হওয়া ৩টি মোবাইল ফোন, ১টি ছুরি ও ২৯ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়েছে।
জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় শনিবার মামলা হওয়ার পরেই আমাদের টিম মাঠে কাজ করছে। রাতে আমাদের একটি টিম সাভারে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ডাকাতির সময় শ্লীলতাহানির ঘটনা ঘটেছে তবে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। এর আগে সকালে ওমর আলী নামে এক বাসযাত্রী বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন।