News Link: https://dailylalsobujbd.com/news/28S
বঙ্গোপসাগরে মাছ ধরা শেষে কক্সবাজারের টেকনাফে নাফ নদ দিয়ে ঘাটে ফেরার পথে চারটি ট্রলারসহ ১৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলার চর এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে ১০ ফেব্রুয়ারি ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি চার জেলেকে এখনো ফেরত দেয়নি আরাকান আর্মি।
বৃহস্পতিবার ধরে নিয়ে যাওয়া জেলেরা টেকনাফের বিভিন্ন এলাকার বাসিন্দা।
মাছ ধরার ট্রলারগুলোর মধ্যে দুটি টেকনাফের খায়ুকখালী ঘাটের, অন্য দুটি শাহপরীর দ্বীপ মাঝের পাড়া ঘাটের।
ট্রলার মালিক আলী জোহার বলেন, ‘আমার মালিকানাধীন ট্রলারটি বৃহস্পতিবার বিকেলে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে নাফ নদী দিয়ে ঘাটের উদ্দেশে রওনা দেয়। ট্রলারটি নাফ নদের মোহনায় পৌঁছতেই মায়ানমারের রাখাইনের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে একটি স্পিডবোটে করে আরাকান আর্মির সদস্যরা এসে অস্ত্রের মুখে আমার ট্রলারের চারজন জেলেকে ধরে নিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত আরাকান আর্মি জেলেদের ফেরত দেয়নি।
’
টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল বলেন, ‘মাছ ধরা শেষে টেকনাফে ফেরার পথে আমার ঘাটের দুটি ট্রলারসহ ৯ জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এ ছাড়া শাহপরীর দ্বীপ ঘাটের আরো দুটি ট্রলারের ১০ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।’
বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের এক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশি ট্রলারগুলো মায়ানমার জলসীমা অতিক্রম করায় আরাকান আর্মি চারটি ট্রলারসহ ১৯ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি অবগত হয়েছি। জেলেদের ফেরত আনার বিষয়ে আমাদের তত্পরতা রয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন বলেন, ‘আরাকান আর্মির হাতে জেলে আটকের বিষয়টি বিভিন্ন মাধ্যমে জেনেছি। এ ব্যাপারে কোস্ট গার্ড, বিজিবিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সরকারের পক্ষ থেকে তাদের দ্রুত ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে।’