News Link: https://dailylalsobujbd.com/news/28f
মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল শিবচর উপজেলার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিবচর পৌর বাস টার্মিনালে বিশাল এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা শ্রমিক দলের সভাপতি আলাউদ্দিন লপ্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাভলু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রোকন উদ্দিন মিয়া, মাদারীপুর জেলা বিএনপির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান মিয়া, মাদারীপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আখতার হোসেন খান (আকমল), শিবচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহের গোমস্তা, পৌরসভা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন (শফিক) সহ-সভাপতি মোঃ মামুন গোমস্তা, উপজেলা শ্রমিক দলের সভাপতি ওয়ালিদ খান, ও বিএনপি নেতা বোরহান উদ্দিন খান।
এ সময় জেলা ও উপজেলা শ্রমিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আপনাদেরকে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। মানুষের মন জয় করতে হবে। সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। মনে রাখবেন মানুষের ভালোবাসা অর্জন করা ছাড়া কোনো ক্ষমতাবানই টিকে থাকতে পারেনি। অতীতের ফ্যাসিস্ট শেখ হাসিনাও দীর্ঘ সময় জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু পারেনি। কাজেই আপনাদেরকে এখন থেকেই মানুষের কাছে যেতে হবে তাদের ভালোবাসা অর্জন করতে হবে। বিএনপি এদেশের মানুষের ক্ষমতায় বিশ্বাস করে।