News Link: https://dailylalsobujbd.com/news/276
১৬ ফেব্রুয়ারি, ২০২৫ রবিবার বেলা ১১ঃ৩০ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বাইট্টাপাড়াস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সাধারণ সভাটি সমিতির আহবায়ক মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য তরিকুল ইসলাম তারার পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মাদ, মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, মোঃ মঞ্জুরুল হক, শাহ আলম মুরাদ, মোঃ আব্দুর রশিদ মেম্বার,মোঃ আবুল কাশেম মেম্বার, মোঃ আবুল ফজল, মোঃ আলমগির হোসেনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সমিতির নির্বাচন পরিচালনা করার জন্য পাচ সদস্য বিষিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী দুই মাসের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন এবং পুর্নাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা করবেন।
নির্বাচন পরিচালনা কমিটি হলো মোঃ আব্দুর রশিদ মেম্বার (প্রধান নির্বাচন পরিচালক) এবং সদস্যরা হলেন- মোঃ জানে আলম, মিন্টু চৌধুরী, মাওলানা মোঃ ওমর ফারুক এবং মোঃ হোসেন বাবুল।