বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় তাদের বিবেক বলতে কিছু নেই, সংস্কার সংস্কার করে যারা নির্বাচনকে বিলম্বিত করছে তাদের উদ্দেশ্য কি জাতি জানতে চায়? নির্বাচনকে বিলম্বিত করার রহস্য উদঘাটন করতে হবে। উপদেষ্টাসহ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হাসিনার দোসর লুকিয়ে আছে। তাদেরকে চিহ্নিত করতে হবে। রোববার (১৬ ফেব্রুয়ারি) ফেনীর মিজান ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি , সাবেক নারী সাংসদ রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ জনি, মাহাবুবুর রহমান সহ অনেকে।
কেন্দ্রীয় নেতারা বলেন, ফেনীর বিনা ভোটে নির্বাচিত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, নিজাম উদ্দিন হাজারী ও আলাউদ্দিন চৌধুরী নাসিমের গ্রেফতার পুর্বক বিচার দাবি করেন বক্তারা। ভিপি জয়নাল আবেদীন বলেন, ১৯৭৪ সালের এক নেতার একদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এজন্য দেশকে স্বাধীন করিনাই। আমাদের দাবি হলো ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। জাতীর জন্য, জনগনের জন্য কাজ করতে হবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, অনেক বছর পরে ফেনীতে আসার সৌভাগ্য হলো আমার। আপোষহীন নেত্রী খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফেনীতে। হাসিনা এখন জাতিসংঘের ঘোষিত খুনি। মানবাধিকার আদালত মামলা দায়ের করা হয়েছে। সকল মামলার বিচার হবে। জনগণ দেখবেন। আওয়ামী লীগ খুনির দল উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা সরাসরি নির্দেশ দেন এ গণহত্যার, তাদের বিচার এই মাটিতে হবে। বিচারের মাধ্যমে তারা রাজনীতি করতে পারবে কিনা। আকাশ পথে পলায়নে ইতিহাস, বিদেশে থেকে অনেক ষড়যন্ত্র... দিল্লি অনেক দুর।
গনতন্ত্র হত্যার ইতিহাস, ১৩ মিনিটে বাকশাল কায়েমের ইতিহাস। একদলীয় শাসন ব্যবস্থা। শেখ হাসিনার পতন হয়েছে ৫ আগস্ট হাজার রক্তের দাগ লাগিয়ে পলায়নের মাধ্যমে। অন্তর্বতীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, আপনারা বসে থাকলে হবে না। আপনার উপদেষ্টাদের সরকারে, প্রশাসনে হাসিনার দোসর বসে আছে। দ্রব্য মুল্য বাড়ানোর পিছনে হাসিনার দোসরদের তাড়াতে হবে। মানুষ কে স্বস্তি দেন। রমজানে ক্রয় সীমার মধ্যে সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্খা করেন। বিচার ব্যবস্থাকে, সংস্কার কমিশনে,,,,
নির্বাচনে জরুরি নহে! ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে । কোন বাহানায় নির্বাচন বিলম্বিত করা যাবে না। যারা স্থানীয় নির্বাচন আগে চায় তাদের ভাষা বুঝিনা। সাংবিধানিক এখতিযার মোতাবেক কাজ করতে হবে বলে জানান তিনি।
ফেনী জেলা বিএনপির বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে বিকেল পাঁচটার দিকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বক্তারা দ্রুত নির্বাচনের দাবির পাশাপাশি ফেনীতে আওয়ামী দোসরদের হাতে যারা খুন হয়েছেন, আহত হয়ে, মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছে, তাদের বিচার ও শাস্তি দাবি করে বক্তব্য রাখেন। তারা যতদিন পর্যন্ত সংসদ নির্বাচন না হবে ততদিন মাঠে ময়দানে অবস্থান করবেন বলে জানান। তারা নিজাম হাজারী-সহ তার দোসরদের, ফাঁসিসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।