News Link: https://dailylalsobujbd.com/news/cZ
নিজস্ব প্রতিনিধি ::
চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে মোহাম্মদ এনায়েত হোসেন নয়ন, ভাইস চেয়ারম্যান পদে মো. সাইফুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উম্মে কুলসুম কলি বিজয়ী হয়েছেন। এ উপজেলায় ১১৩টি কেন্দ্রের মোট ভোট পড়েছে ৬৩ হাজার ২ শত ৮ ভোট। মোট ভোট সংগ্রহের হার ১৬.৯৮ শতাংশ।
চেয়ারম্যান পদে (কাপ-পিরিচ) প্রতীকে এনায়েত হোসেন নয়ন পেয়েছেন ৩৩ হাজার ৭০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ঘোড়া) শেখ মোহাম্মদ আতাউর রহমান ২০ হাজার ৭শ ৬৭ ভোট, ফেরদৌস হোসেন আরিফ (আনারস) ৩হাজার ৪শ ৩৪ ভোট, উত্তম কুমার শর্মা (দোয়াত কলম) ৩ হাজার ৩শ ৪৬ ভোট, মোহম্মদ মোস্তফা (মোটর সাইকেল) ৬শ ৬৫ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বিজয়ী সাইফুল ইসলাম চশমা প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৩৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী টিয়া প্রতীকের মোহাম্মদ সেলিম পেয়েছেন ১৬ হাজার ৭৩৭ ভোট, সালাহ উদ্দিন আহম্মদ টিউবয়েল প্রতীক পেয়েছেন ৩ হাজার ৭৩৮ ভোট এবং সাইফুল আলম তালা প্রতীক পেয়েছেন এক হাজার ৭৫১ ভোট।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩১ হাজার ২৩৫ ভোট পেয়ে ফুটবল প্রতীকের উম্মে কুলসুম কলি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ইসমত আরা ফেন্সী কলস প্রতীকে ২০ হাজার ৫৭৭ ভোট। এছাড়া পদ্মফুল প্রতীকে ৭ হাজার ৬৭৬ ভোট পেয়েছেন বিবি কুলছুমা চম্পা।
বুধবার (৮ মে) ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন এ ফলাফল ঘোষণা করেন। এর আগে এইদিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৭২ হাজার ২৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯২ হাজার ৭২০ জন ও মহিলা ভোটার এক লাখ ৭৯ হাজার ৫৩৫ জন।