News Link: https://dailylalsobujbd.com/news/257
টাঙ্গাইলের ভূঞাপুরে নাশকতা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাহাদীপুর নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ভূঞাপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও একই ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম বলেন, তাদের দুইজনকে টাঙ্গাইল সদর থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।