News Link: https://dailylalsobujbd.com/news/242
ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুরের শিবচর উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে । রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির উপজেলা শাখার নিজ কার্যালয়ে সম্মেলনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য হাফেজ জাফর আহমাদকে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি ও মোঃ মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলার সভাপতি অধ্যাপক মাওলানা মুহা. আমিনুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলার সহ সভাপতি হাজী মোঃ নুরুল আমিন খান, এবং মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী আল-আমিন বি.এ ওহাব, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ হাওলাদার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলান জামিল হোসাইন সহ আরো অনেক।