News Link: https://dailylalsobujbd.com/news/22a
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পূর্বালী ব্যাংক শাখায় ভুয়া তথ্য দিয়ে একাউন্ট খুলে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দিনমজুর বদিয়াল মিয়া ও তার কন্যা ববিতা বেগমের বিরুদ্ধে রংপুর কোতয়ালী থানায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা ববিতা বেগম (একাউন্ট নম্বর- ৫১৯২১০১০১৪৩২৪) ও তার পিতা বদিয়াল মিয়া (একাউন্ট নম্বর- ৫১৯২১০১০১৪৩৪৬) পূর্বালী ব্যাংকের উলিপুর শাখায় একাউন্ট খুলে অনলাইনে স্বর্ণালংকার ক্রয়-বিক্রয়ের বিজ্ঞাপন দেখিয়ে ১ লাখ ৯৬ হাজার টাকা উত্তোলন করেন। এই অভিযোগে বাদী এএসএম ইমরুল সাহেদ, পিতা ওয়ালিউল ইসলাম, সাং- জুম্মাপাড়া, রংপুর কোতয়ালী থানায় একটি মামলা (এজাহার নং- ২৭/৪৬২, তারিখ- ২০/১০/২০২৪) দায়ের করেন।
বিষয়টি নিয়ে উলিপুর পূর্বালী ব্যাংক শাখার ম্যানেজার জানান, তাদের ব্যাংকে অনলাইনে অ্যাপের মাধ্যমে একাউন্ট খোলার সুযোগ রয়েছে, তবে কেউ প্রতারণার মাধ্যমে একাউন্ট খুলেছে কি না, তা তদন্তের বিষয়। উর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে তারা প্রতিবেদন দিতে প্রস্তুত।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন, “এটি দুঃখজনক ঘটনা। কোতয়ালী থানার তদন্ত কর্মকর্তার মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হবে।”
স্থানীয় বাসিন্দা নুর ইসলাম, আবুল কালাম, সাহেব আলী, বকুল মিয়া ও নাডু মিয়া জানান, ববিতা বেগম ঢাকায় অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন এবং তার পিতা বদিয়াল মিয়া দিনমজুর হিসেবে শ্রমিকের কাজ করেন। তারা স্মার্টফোন ব্যবহারেও অভ্যস্ত নন এবং অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত থাকার প্রশ্নই ওঠে না।
ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।