News Link: https://dailylalsobujbd.com/news/20h
চট্টগ্রাম মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সদস্যকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
শনিবার চান্দগাঁও থানাধীন মোহরা কাজীর হাট এলাকা থেক্যে মো. মনির (৩৭) নামে ওই সদস্যকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার ঐ ব্যাক্তি বিস্ফোরক সংক্রান্ত চান্দগাঁও থানার ১১নং মামলার আসামি।
গ্রেফতার মো.মনির ভোলা জেলার লালমোহন থানাধীন চরলক্ষী এলাকার হাফিজ সরদার বাড়ির মো.হানিফের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন।