News Link: https://dailylalsobujbd.com/news/1ZQ
চট্টগ্রামে ৪৭ রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের টাইম বাজারের কবির স্টোরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবদুস সাত্তার (২৪) একই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড মনকিরচর কালু চেরাং পাড়া এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, গোপন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার প্যান্টের বাম পকেট থেকে গুলির একটি বাক্স জব্দ করা হয়। সেখানে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলি ছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।