News Link: https://dailylalsobujbd.com/news/1Yw
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের চলমান পরীক্ষাগুলো যথারীতি চালু থাকবে বলে জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। মঙ্গলবার (২৭ জানুয়ারি) কলেজে শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এ কে এম ইলিয়াস বলেন, সাত কলেজের চলমান পরীক্ষাগুলো স্থগিত হবে না। যথারীতি সেগুলো নেয়া হবে। তিনি সাত কলেজ নিয়ে চলমান জটিলতা নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আন্ত যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সুষ্ঠু শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে বলে আশ্বস্ত করেছেন তিনি। তিনি বলেন, পরীক্ষাগুলো যদি সচল থাকে, ক্লাসগুলো যদি চালু রাখতে পারি আর সরকার যে পরিকল্পনায় আগাচ্ছে সেটা যদি সঠিকভাবে চলে তাহলে এদের মধ্যে সমন্বয়ের প্রয়োজন হবে। সেটা যদি ঠিকভাবে হয় আশা করি সমস্যা হবে না। পরীক্ষা শুরু হলে তাতে শিক্ষার্থীদের অংশগ্রহণ আশা করছেন এই শিক্ষক। আহ্বান করি শিক্ষার্থীরা তাদের পরীক্ষায় অংশগ্রহণ করুক। রাষ্ট্রীয় যে সিদ্ধান্ত সেটাও চলমান আছে। আশা করি, ছাত্ররা তাদের সুবিধা-অসুবিধাগুলো বিবেচনায় নিয়ে ক্লাসমুখী হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং নীলক্ষেত, নিউ মার্কেট এলাকায় রবিবার গভীর রাত পর্যন্ত সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া, পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। ছাত্রদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলেও আশা করছেন অধ্যক্ষ ইলিয়াস। সংঘর্ষের পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে সাত কলেজকে মুক্ত করার ঘোষণা দেন।
এর অংশ হিসেবে ২০২৪-২৫ সেশন, অর্থাৎ চলতি বছর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের শিক্ষার্থী ভর্তির কার্যক্রম বন্ধের কথা বলা হয়।