News Link: https://dailylalsobujbd.com/news/1Yl
চান্দগাঁও আবাসিক এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কার ও মেরামতের দাবি জানিয়েছে চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি। মঙ্গলবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে সমিতির নেতৃবৃন্দ জানান, রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকাবাসীর দুর্ভোগ হচ্ছে। চান্দগাঁও আবাসিক এলাকার সংযোগকারী একাধিক সড়কের অবস্থা খুবই নাজুক।
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এসব রাস্তার বিভিন্ন স্থানে বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা যানবাহন ও পথচারীদের চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি করছে। বর্ষার মৌসুমে এসব গর্তে পানি জমে গিয়ে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। চান্দগাঁও আবাসিক এলাকায় বসবাসকারী হাজার হাজার মানুষ প্রতিদিন এসব রাস্তা ব্যবহার করে, এবং রাস্তাগুলোর দুরবস্থা তাদের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলছে।
বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগীদের চলাচলে সমস্যা হচ্ছে। দ্রুত সংস্কার কার্যক্রম চালু না হলে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যাবে।তারা চসিক মেয়রের কাছে অবিলম্বে রাস্তা সংস্কার ও নালা পরিষ্কারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।সাক্ষাতকালে চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির পক্ষে সভাপতি জিয়াউদ্দিন আহাম্মদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জুবায়ের হাসান চৌধুরী, জিয়াউদ্দিন আহমদ, আলাউদ্দিন ইউসুফ,বদরুল হুদা মামুন, তারিকুল ইসলাম, আবু আহমেদ হাসনাত, লুৎফুল করিম, আবু জাফর, আরসাদুল শফি, শহীদ সোহরাওয়ার্দী, আসিফ মাহমুদ জুয়েল, মোহাম্মদ জসিম উদ্দিন, মহিবুল ইসলাম রাসেল উপস্থিত ছিলেন।