News Link: https://dailylalsobujbd.com/news/1Xc
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সুসংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন সমাবেশের অংশ হিসেবে মাদারীপুরের শিবচরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার মাদবরের চর ইউনিয়ন কৃষকদলের আয়োজনে সোনার তরীর সামনে অটো স্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।
শিবচর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. লিটন শিকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মিন্টু, কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি এ্যাড. মনিরুজ্জামান দিপু, যোগাযোগ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন বেপারী, মাদারীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এ্যাড. অলিউর রহমান দর্জি, সদস্য সচিব অহিদুজ্জামান খানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।