ফেনীর সোনাগাজীর মুহুরী প্রজেক্টে প্রকৌশলী ও তার স্ত্রীকে জিম্মি করে ছিনতাই ও চাঁদাবাজির মামলায় শুক্রবার ভোর রাতে তিনজনকে আটক করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের চর সাহাপুর গ্রামের মৃত-আবু আহম্মদের ছেলে জসিম উদ্দিন (৪০), একই এলাকার নুরুজ্জামানের ছেলে নুরুন্নবী রনি (৩০) ও আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর গ্রামের মৃত খায়েজ আহম্মদ ছেলে রহিমুল্লাহ প্রকাশ আশিক নিয়াজী রহিম (৩৩)। এসময় দুস্কৃকারীদের স্বীকারোক্তির ভিত্তিতে জসিমের কাছ থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,গত মঙ্গলবার (২১জানুয়ারি) সন্ধ্যা ৬ টার সময় ফেনী রেলস্টেশন মাস্টার ইঞ্জিনিয়ার মীর মোহাম্মদ ইমাম উদ্দিন তার স্ত্রী টায় মুহুরী প্রজেক্ট ঘুরতে আসলে আসামী তিন জনসহ অজ্ঞাতনামা ৮/১০ জন দুষ্কৃতিকারী তাদেরকে জিম্মি করে দেড় লাখ টাকা চাঁদা দাবী করে। এ সময় দুস্কৃতিকারীরা তাদেরকে মারধর করে চাকু ঠেকিয়ে তাদের কাছ থেকে নগদ ৩৫,০০০ টাকা ও ২ ভরি ওজনের ১টি স্বর্ণের চেইন এবং একটি পালসার মটর সাইকেল নিয়ে যায়। এছাড়াও তাদেরকে সাথে করে উক্ত স্থান থেকে প্রায় তিন কিঃমিঃ দুরে অবস্থিত সোনাপুর বাজারে নিয়ে গিয়ে একটি এটিএম বুথ থেকে টাকা তুলে নেওয়ার চেষ্টা কালে স্থানীয় লোকজন সমাগম দেখে দুস্কৃতিকারীরা কৌশলে পালিয়ে যায়। পরদিন আশিক নামের একজন ভূক্তভোগীকে মোবাইল ফোনে কল দিয়ে আবারও ২০,০০০ টাকা চাঁদা দাবী করে।
বিষয় নিয়ে ভূক্তভোগী ইঞ্জিনিয়ার মীর মোহাম্মদ ইমাম উদ্দিন বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে এনে সোনাগাজী থানা পুলিশ গতকাল রাতে প্রথমে ঘটনার সাথে জড়িত আশিককে আটক করে পরে তার স্বীকরোক্তিমূলক তথ্যানুযায়ী অভিযান চালিয়ে জসিম ও রহিমকে আটক করে। পরবর্তীতে, অভিযোগের সত্যতা পাওয়ার পর তাদের গ্রেফতার দেখানো হয়।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ বায়েজীদ আকন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আদালতে পাঠানো হবে।