News Link: https://dailylalsobujbd.com/news/1W3
রংপুর বিভাগের তারাগঞ্জ বাজারে আজ দুপুরের দিকে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি বাসে ধাক্কা দিলে এক যাত্রী গুরুতর আহত হন এবং কয়েকজন সামান্য আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে প্রেরণ করে। পাশাপাশি, মাইক্রোবাসটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে এবং থানার হেফাজতে নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেন হাইওয়ে রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি উপস্থিত জনসাধারণ ও কিশোরদের ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানান। বিশেষ করে মোটরসাইকেল চালানোর সময় মহাসড়কের নির্ধারিত সর্বোচ্চ গতিসীমা ৫০ কিলোমিটার এবং এক্সপ্রেসওয়েতে ৬০ কিলোমিটার মেনে চলার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, কুয়াশাচ্ছন্ন তীব্র শীতের কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাই রাস্তা পারাপারে সর্বোচ্চ সচেতন হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি দায়িত্ব পালনকারী হাইওয়ে পুলিশ সদস্যদের ধন্যবাদ জানিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় তাদের তৎপরতা অব্যাহত রাখার নির্দেশ দেন।
অন্যদিকে সকাল সাড়ে ১১টার দিকে রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল থানাধীন ভাঁতগাঁও ব্রীজের সামনে পঞ্চগড়গামী একটি বিআরটিসি বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে উভয় যানবাহনের ক্ষতি হলেও কোনো গুরুতর আহত বা নিহতের ঘটনা ঘটেনি।
দশমাইল হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। উপস্থিত জনগণ হাইওয়ে পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।
বর্তমান তীব্র শৈত্যপ্রবাহে রংপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে যাত্রীদের জীবন ও সম্পদ রক্ষায়। সকালে কুয়াশার কারণে দুর্ঘটনা বৃদ্ধির ঝুঁকি থাকলেও তাদের প্রচেষ্টা দুর্ঘটনা কমাতে ভূমিকা রাখছে।