মাদারীপুরের শিবচরে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাসা থেকে মনিকা আক্তার (১৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন লাভলু মুন্সির বাড়ির ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মনিকা আক্তার (১৬) মাদারীপুরের কালকিনি উপজেলার সূর্যমণি গ্রামের কাশেম এর মেয়ে। রিয়াদ আহম্মেদ ও মনিকা প্রায় সাত মাস আগে একটি কয়েল কারখানায় কাজ করার সময় প্রেম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার রিয়াদ আহমেদ বেপারী, তার স্ত্রী মনিকা আক্তার (১৮) ও তাদের এক আত্মীয় চলতি মাসে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সংলগ্ন লাভলু মুন্সির বাড়ির নিচতলার একটি ফ্লাট ভাড়া নিয়ে বসবাস করছিল। শুক্রবার সকালে স্ত্রীকে বাসায় রেখে রিয়াদ ও তার আত্মীয় বাজারে নাস্তা করতে বের হয়। তারা নাস্তা করে মনিকার জন্য নাস্তা নিয়ে বাসায় এসে ভিতর থেকে রুমের দরজা বন্ধ দেখতে পায়। ডাকাডাকি করেও মনিকার কোন সাড়া শব্দ না পেয়ে তারা বাড়ির মালিক লাভলু মুন্সিকে বিষয়টি জানালে তিনি লাভলু মুন্সি শিবচর থানা পুলিশকে খবর দেন। পরে শিবচর থানার পুলিশের একটি দল দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করে।
শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। রুমের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীসহ ৩ জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।