News Link: https://dailylalsobujbd.com/news/1UM
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাটিভর্তি ট্রলির চাপায় সোহাগ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।মৃত সোহাগ চন্দ্রখানা গ্রামের বিপ্লব মিয়ার ছেলে।
মঙ্গলবার (২১জানুয়ারী) বিকাল ৩টার দিকে উপজেলার চন্দ্রখানা গ্রামের চৌধুরীটারী চিনাবারি সরকে এঘটনা ঘটে।মৃত শিশুর স্বজনরা জানায়, শিশুটি রাস্তার ধারে খেলার সময় একটি দ্রুতগামী মাটিভর্তি ট্রলি শিশুটিকে চাপা দেয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হোমায়রা খাতুন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু ঘটে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।