News Link: https://dailylalsobujbd.com/news/1Uo
বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আবদুল লতিফ টিপুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টার দিকে কাজীর দেউড়ি ব্যাটারি গলির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আবদুল লতিফ টিপু সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এম এ মান্নানের ছেলে। তার আরেক ভাই মো. দিদারুল আলম নগর যুবলীগের সাধারণ সম্পাদক। সোমবার দুপুরে টিপুকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমানের আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেন, আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ টিপুকে গ্রেফতার করা হয়েছে। তিনি কোতোয়ালী থানার একটি বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি।
আদালত সূত্র জানিয়েছে, রাতে গ্রেফতারের প্রায় ১২ ঘণ্টা পর দুপুর ২টার দিকে ২১ জন পুলিশ স্কটে তাকে আদালতে নেওয়া হয়। পরে তাকে আদালতের হাজতখানার নামাজ আদায়ের একটি কক্ষে অনেকটা ‘ভিআইপি ভাবে’ রাখা হয়। কোতোয়ালী থানার জিআরও (এসআই) মো. কালাম বলেন, দুপুর ২টার দিকে আবদুল লতিফ টিপু নামে এক আসামিকে আনা হয়েছে।
আবদুল লতিফ টিপুর আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক বলেন, দিবাগত রাতে তাকে গ্রেফতারের পর সোমবার দুপুরে তাকে আদালতে আনা হয়। আদালত মূলনথি প্রাপ্তি সাপেক্ষে শুনানির জন্য অপেক্ষমান রেখে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।